কোথায় ছিলাম কোথায় এলাম আজ !
দুরে হারিয়ে গেছে ছেলেবেলার গান,
হয়েছে মলিন পুতুল খেলার সাজ
নেইকো আজ আর সজল অভিমান ।
আজ খুঁনসুটি আর কান্নাকাটি নেই
তবুও নীরবে ঝরে হতাশার পানি,
মনে জমে শত ভাঙা স্মৃতিগুলো সেই,
পড়ে আছি ধরে ভাঙা কুঁড়েঘর খানি !


ওগো বন্ধু তোমার যায় কী মনে পড়ে
হারিয়ে যাওয়া সে ছেলেবেলার গান ?
বাজায় বাঁশরী আঁধার ঝরানো সুরে,
শুনতে কী পাও অতীতেরই আহ্বান ?
এটাই জীবন - মন বলে প্রতিক্ষণ ,
মনই কাঁদে - কোথা হারানো সে জীবন ?
রচনা : ০৮/০৬/২০১৩