আগেই তো ভালোছিল কিছুই না শিখে,
গড়ে যে যেতাম কতো বর্ণেরই মালা
শর্ত শত ছন্দ কত এতো কিছু দেখে
দুরেতে তাকিয়ে ভাবি- এতো বেশ জ্বালা !
বাধা গুলো পার হব চেষ্টা রাখি মনে,
কিছু ভয়-শঙ্কা নিয়ে লেখনীটা হাতে,
ছন্দ শর্ত কতো কিছু ভাবি প্রতিক্ষণে
তন্দ্রা মাঝে স্বপ্নেতে জ্বালায় প্রতিরাতে ।


ছন্দে-শর্তে-নিয়ন্ত্রণে থাকে না আবেগ,
আবেগ থাকলে পরে সীমা ছেড়ে যাই
নিয়ন্ত্রণে মনে জমে ভাবনার মেঘ,
কষ্টে সৃষ্ট বর্ণমালা এই অবস্থায় !
আবেগ, নিয়ন্ত্রণ করতে হবে জয়
- কী জানি তা কবে যে সাধ্যি আমার হয় !


রচনা : ০৯/০৬/২০১৩