রাতটুকু কেটে গেল তোর কথা ভেবে
দিলি না রে শান্তি তুই এতটুকু মনে,
তুই ছাড়া আলোরঙ্ বলনা কে দেবে !
তোর লাগি মেঠো পথে চাই প্রতিক্ষণে ।
হয়তো আসবি ফিরে ধূলিমাখা পায়,
বাজবে দু পায়ে তোর নূপুরের গান
আঁচল ওড়ায়ে তব নীল শাড়ি গায়,
ভুলাবি আমার যত রাগ অভিমান ।


জড়াব যে তোরে বুকে ভুলব আঘাত,
আলোভরা প্রেম নিয়ে ফিরে আয় প্রিয়া
সারারাত রব বসে ধরে তোর হাত,
জড়াব বুকের মাঝে কাঁদবে না হিয়া ।
তোর বুকে স্বর্গসুখ পাব জানি খুঁজে,
নীল সুখে ভেসে যাব দুটি চোখ বুজে ।


রচনা : ১০/০৬/২০১৩