তুলতে গেলাম মাধবীর বাগে ফুল,
গিয়েই দেখি যে সুনসান মরুভূমি !
হারিয়ে গেল জীবনের দুটি কূল,
বোঝোনি মাধবী কতটা ছিলে যে দামী !
জানো নাকো তুমি আমি অলিরুপী নীল,
আমিই গেতাম গুনগুন সুরে গান,
আমি তো তোমারই চেনা সে শঙ্খচিল
যে ভাঙতো তোমার টুকরো অভিমান ।


শুনতে কী পাও ওগো মাধবীর ফুল,
হয়তো আজকে হয়ে গেছি বড়ো পর !
বুঝিনি আজও কী ছিল আমার ভুল,
নীরবে যে কাঁদে অবুঝ এই অন্তর ।
হয়তো ফিরবে কত দিন রাত পরে
সেদিন পাবে না, হারাব তোমার তরে !


রচনা : ১১/০৬/২০১৩