ওই মেঘে মেঘে হারাল স্বপনগুলি
মেঘলা রোদেতে ভরল কুঠিরখানি,
বেদনার রঙে অসহায় হয়ে দুলি
ঘরেরই কোনেতে শূন্য ফুলের দানি ।
চুপিচুপি ডাকে একরাশ দিবা আলো
পেরোতে পারিনা অন্ধকারেরই রেখা,
অসহায় হয়ে সব কিছু লাগে ভালো
আঁধারেতে বসেই বর্ণ সাজাতে শেখা ।


ভেঙে গেছে ঘর, ভেঙে গেছে এই বুক !
এলোমেলো সব স্বপনগুলো যে খেলে,
খুঁজে নিতে হয় ভাবনার মাঝে সুখ
আলোময় কিছু স্বপন যে ধরা পেলে ।
এইতো সুখেরা ভাবনে স্বপনে হাসে
ক্ষণিকের তরে আমারে যে ভালোবাসে ।


রচনা : ১২/০৬/২০১৩