আঁকাবাঁকা পথে ফিরে ফিরে আসো তুমি
যখন আঁধার গিলে খায় চারিদিক !
বুকে হেঁটে যাই হাজার মাইল ভূমি,
মরিচীকা হয়ে আলোগুলো ঝিকমিক ।
তোমার তরী যে নিয়ে যায় কোন জন !
সরে যাও তুমি দুর থেকে বহুদুরে,
তোমারই বার্তা সমীরণে প্রতিক্ষণ
বেজে বেজে যায় বুকফাটা চেনা সুরে ।


দিবাকর আমার নিরবে তন্দ্রা যায়
প্রহরী হয়েছে আঁধার রাতের কালো,
বিপরীতে তার জীবনটা খেয়া বায়
দিবাকর তার ঝিলমিলে দেয় আলো ।
আমি সেই জীব - নিরাশ বাগের মালি,
বাগ জুড়ে যেথা বেদনার হাততালি ।


রচনা : ১৩/০৬/২০১৩