আঁধারের পথে হেঁটে যাই একা একা
ক্ষয়ে ক্ষয়ে যায় এ নশ্বর দেহখানি,
হরেক রকম কষ্টেরই পাই দেখা
তারা ছাড়া আমার সঙ্গী নেই তো জানি ।
সবই কিছুতো একে একে যায় চলে
তবু কষ্ট মোরে ভুলে নাকো কোনোদিন,
দিতে পারে সে যা দেয় তব প্রাণ খুলে
রাত দুপুরেতে বাজায় করুণ বীণ ।


যেদিন পুড়ব দুরের শশ্মান ঘাটে
কষ্ট গুলো সব সেদিন ঘুমিয়ে যাবে,
ডাকব না প্রিয়া নীরবে বীজন মাঠে
হৃদয় সেদিন তোমার ঘৃণা না পাবে ।
রেখে যাব কিছু ঝরা পালকের স্তুপ
চিরকাল তরে হয়ে যাব আমি চুপ ।


রচনা : ১৫/০৬/২০১৩


(চতুর্দশপদী কবিতা)