বর্ষা এল নেমে, বাদল মেঘের ছায়া
সিক্ত হাওয়ায় ঝরে কৃষ্ণচূড়া গুলো,
জড়িয়েছে হৃদয় সিক্ত অঝোর মায়া
ভাবনা হাজার হয়ে যায় এলোমেলো ।
বৃষ্টিদের তরে চেয়ে থাকি ওই দূরে,
দেখি আসে প্রিয়া সিক্ত ওই এলোচুলে !
নেশাখোর আমি তার নুপুরের সুরে
ভাবি এলো সে যে হয়তো বা পথ ভুলে ।


স্বপন নয়তো! সে সত্যি কী মোর প্রিয়া!
ফিরছে যে শুনে বাদল মেঘের গান,
সুখের বেদনা, কাঁদছে আমার হিয়া
হারিয়ে কী গেছে তার যত অভিমান !
মুছে দাও তুমি আমার বাদল ছায়া
বিরহ নামায় তোমার প্রেমের মায়া !


রচনা : ১৫/০৬/২০১৩
(চতুর্দশপদী কবিতা)