আজ এ বর্ষা শুরুতে নীলাদের বাগে
বয়ে যে যায় ওই এলোমেলো হাওয়া,
বুকেতে নীলার দুর কত স্মৃতি জাগে
সেই স্মৃতি নদে নীলা বাইছে যে খেয়া ।
উঠে ভেজা সুর এই বাতাসের বুকে
উঠে আসে কত পুরানো স্মৃতির ঘ্রাণ,
আজ বর্ষা হাসে তবু নীলা নেই সুখে
পুরানো স্মৃতিরা হয়েছে যে তার প্রাণ ।

আমি বলি-"নীলা, ওই তো দেখ আকাশে
দুরে শত শত কত ভাসে কালো মেঘ,
ভেজা ভেজা ঘ্রাণ কত ভাসছে বাতাসে
বাগে ব্যাঙগুলো ডাকে নিয়ে যে আবেগ।
একা নীলা যে নীরব ভিজিয়ে দেহটা
এই তো বৃষ্টি বিরতি রামধনু ছটা ।


রচনা : ১৭/০৬/২০১৩
(চতুর্দশপদী কবিতা)