স্বপনের কাছে বিলিয়েছি ভালোবাসা
স্বপনেই তারে ভেবে পাই আমি সুখ,
যদি ভাব আমি ভেঙেছি সুখের বাসা
তোমার কাছেতে দেখাবো না এই মুখ ।
নতুন হৃদয় খুঁজে যে নিয়েছ জানি
পড়ে আছি একা সুনসান খেলাঘরে,
প্রতিক্ষণে ঝরে দুচোখের নোনা পানি
তোমার স্মৃতিরা আমার ভুবন জুড়ে ।


যতদুরে যাও মুছবে না মনে রেখো,
তোমাকে ভেবেই এ ভুবন হব পার !
থাকব না আমি, তারাদের মাঝে দেখো,
আঁধারের লাগি চরম সে অভিসার ।
হবে না গো দেখা বিদায় তোমারে প্রিয়া
আমারে যে ভেবে কাঁদিও না মিছে হিয়া ।
রচনা : ১৮/০৬/২০১৩


(চতুর্দশপদী কবিতা)