সারাদিন চলে ঠকা ঠক্ ঠক্ ঠক্
আঁধার রয়েছে সারাটি উঠোন জুড়ে,
সুতো দিয়ে তারা বোনে আগামীর ছক
সুখ খোঁজে তারা গভীর আঁধার খুঁড়ে ।
দিনরাত সব এক হয়ে মিশে যায়
ঠক্ ঠক্ ধ্বনি কোমল কূজন হয়,
দুখ তটিনীতে নিরবে যে খেয়া বায়
তারা দেখতে চায় নবীন সূর্যোদয় ।


মাঝে মাঝে খুঁজি বাবার করুণ চোখে
উঠে সে যখন তাঁতের খোয়াড় থেকে,
বেদনার ছবি ফুটে উঠে তার মুখে
সেই কষ্টটাকে নিরবে যাই যে এঁকে ।


নতুন পৃথিবী জাগবে সেদিন জানি
যেদিন হবে যে আঁধারের মান হানি ।


রচনা : ১৯/০৬/২০১৩
(চতুর্দশপদী কবিতা)