একমুঠো ভালোবাসা ছড়িয়েছি নীলে
সীমাহীন পথ ধরে বয়ে চলে যায়,
যতটুকু স্মৃতি ছিল তোমার আঁচলে
সব দেখি তোমা হতে দুরেতে হারায় !
চুপি চুপি পথ হাঁটি একেলা নিরব
তুমি হেঁটে যাও প্রিয়া নবীনের সাথে,
মনে হয় তোমা লাগি হারিয়েছি সব
ভুলে গেছ ওই হাত ছিল মোর হাতে !


মনে হয় তুমি প্রিয়া বরষার মেঘ
আমার দু চোখে তুমি বরষা নামাও,
কখনো বা মনে হয় সুখের আবেগ
চুপি চুপি এসে নিদে স্বপন ঝরাও ।


নবীনের হাতে হাত তুমি বহুদূর
আমার ব্যাকুল হৃদে বেদনার সুর ।


রচনা : ২০/০৬/২০১৩
(চতুর্দশপদী কবিতা)