মুক্তকেতে মুক্তি অটুট
নাই কো কোনো বাধা,
তাই তো আমার মনের কথা
বয়েই চলে সিধা ।


স্বরবৃত্তে লেখা আমার
সাবলীলে চলে,
কান্না হাসি টুকরো স্মৃতি
যায় যে হেলে দুলে ।


কলাবৃত্তে গীতিকাব্য
রচি সন্ধ্যাবেলা,
ছন্দে সুরে ভাবনাতে
অন্তমিলের খেলা ।

দুপুর রাতে মিশ্রবৃত্তে
সনেট তব রচি,
চৌদ্দ চৌদ্দ মিল খাওয়াতে
কতই লিখি মুছি ।


হাতে যখন নেইকো সময়
গদ্য পাখা মেলি,
সাজিয়ে যে যতন করে
কাব্যিকতা ঢালি ।


কখনো বা ভাবি আমি
নতুন ধারা গড়ি,
সেই ধারাতে লিখব আমি
রাত্রি দুপুর ধরি ।


অনেক কিছু ভাবি আমি
ভাবনারা চলে,
স্বরবৃত্তে রচিলাম এ
কাব্য হেলে দুলে ।


রচনা : ২১/০৬/২০১৩