পাখি সব ফিরে গেল নিজ নীড় পরে
সাঁজাল বুনল ধীরে আঁধারের জাল,
সন্ধ্যার প্রদীপ আলো আঙিনা যে ভরে
সাজাই দুরের তারা, সব আগোছাল ।
দুরে কেউ গেয়ে যায় কীর্তনীয়া গান
অতীতের স্মৃতিগুলো হৃদে করে খেলা,
মনে পড়ে চোখে জল, শত অভিমান
মায়ের আঁচলে কত সোহাগের মেলা !


অতীতের স্মৃতি ভেবে চোখে ঝরে জল
মায়ের সোহাগ স্নেহ ঘুমিয়েছে দুরে,
স্বপন নদেতে জল করে টলোমল্
দুরাতীত স্মৃতি মন খায় কুড়ে কুড়ে ।


গভীর রাতেতে একা ভাবি ছেলেবেলা
হাজার ভাবন বুকে স্মৃতিদের মেলা ।


রচনা : ২২/০৬/২০১৩
চতুর্দশপদী কবিতা