সারাক্ষণ সারাদিন সজল স্বপন,
সীমাহীন সময়েতে স্মৃতির সাক্ষর ।
সোহাগ সাজানো সেই স্নেহের সদন,
সন্তর্পণ সহবাসে সলিল সত্বর !
সাম্যতা সাধন সব স্বপনের সুরে,
সিসৃক্ষূ স্বপন সারি সরল সাহসে_
সাহিত্য সংগ্রামে সব সজ্জল সাক্ষরে,
সুগভীর সাবলীলে সুকান্ত সরসে ।


স্বপনের সমাবেশ ,সহবাস সাথে !
সুনীলের সামিয়ানা সরে সান্ধ্যগীতে,
সাবলীল স্বাভাবিক সোহাগ সুখেতে
স্মৃতির সাগরে স্নান, সাধনা সৈকতে ।
স্বর্গের সীমায় সেই সার্থক সাক্ষর,
সৃজনেতে স্বপনেরা সমীপে সদর ।


রচনা : ২৩/০৬/২০১৩


(চতুর্দশপদী কবিতা)