মনের কথা রাখলে মনে
কীসের কবি আমি !
ব্যাক্তিগত হোক না যত
লেখায় হবে দামী ।


কেউ বা বলে -মনেতে রাখ
লেখিস কীসের তরে,
একান্ত যা ব্যাক্তিগত
শুনবে কেন পরে !


জানতাম না গো এতটা ভুল
হবে তোমার কাছে,
ভালো মনে নিলে না তা
দুঃখ্ দিলে মিছে ।


ভুল করেছি ক্ষমা করো
ওগো বন্ধু তুমি,
মনের কথা গাইব না আর
চুমে তোমার ভূমি ।


শুনেছি তো -ভুল করে যে
মানুষ তাকে বলে,
ভুল নিয়ে যে স্থির থাকে যে
শয়তানেরই দলে ।


তাই তো আমি শুধরে নিলাম
আমার ভুলের ডালি,
মনের কথায় ছোঁবো না আর
তোমার কূলের বালি ।


রচনা : ২৫/০৬/২০১৩
মধ্যরাত্রি : ১:২০