সূর্যি গেল রাত্রি এল
রুপোলি চাঁদ হাসে,
রাত্রি শিশির ঝিরি ঝির ঝির
মাঠের ঘাসে ঘাসে ।


পুতুল খেলা পুতুল খেলা
অতীত বেলার কথা,
পড়ছে মনে ক্ষণে ক্ষণে
দিচ্ছে শুধু ব্যথা ।


স্তব্ধ দুপুর ক্লান্ত সে সুর
গায় না অচিন পাখি,
স্মৃতির নেশায় হারিয়ে যায়
ঘুমজড়ানো আঁখি ।


সাঁজ পরিমল কৃষকের দল
আসে না আর ফিরে,
সন্ধ্যাতারা দিশেহারা
অনেকটা পথ ঘুরে ।


রাত্রি ঘনায় মা আজ না গায়
ঘুম পাড়ানিয়া গান,
দুচোখে ঘুম রাত্রি নিঝুম
অসহায় অভিমান ।


ছেলেবেলা নৃত্য খেলা
করছে হৃদয় মাঝে,
অতীত গাথা হচ্ছে গাঁথা
কাব্যিকতার সাজে ।


রচনা : ২৬/০৬/২০১৩
মধ্যরাত্রি ১২:২০