সিক্ত বাতাস মুক্ত আকাশ
গাইছে অচিন পাখি,
জানলা পাশে অবকাশে
আমার সবাক আঁখি ।


শুনছি সে গান অচেনা তান
বেসেই ফেলি ভালো,
দেখব তারে চক্ষু ভরে
এই তো বুঝি এলো ।


পাতার ফাঁকে রৌদ্র মাখে
দেয় না দেখা মোরে,
ব্যাকুল এ মন যায় প্রতিক্ষণ
অচিন বিহগ তরে ।


পাখনা ধরে ওই সুদূরে
যেও না গো উড়ে,
এ অন্তরে নীড়ের পরে
স্বপ্নে এসো ভরে ।


রাখব তোমায় ভরবে আমায়
উদার ভালোবাসায়,
শোনাবে গান ভাঙাবে মান
রাখব কাব্যিকতায় ।


পুবেল হাওয়া বৈঠা বাওয়া
মনের তরী ভাসে,
প্রেমকে চাওয়া তোমায় পাওয়া
প্রভাত অবকাশে ।


রচনা : ২৭/০৬/২০১৩
প্রভাত : ৬:৩৩