নীলিমা, তুমি শ্রাবন দেখেছ নীলের চোখে
তবুও বাসোনি ভালো !
হেঁটে গেল শত বৃষ্টি ফোঁটা
কালো কালো রঙ্ মেঘলা ছটা,
তবুও দিলে না আলো ।
নীলিমা, তুমি আকাশ ভেঙেছ নিঠুর হয়ে
বাসোনি গো তুমি ভালো ।


নীলিমা, তুমি জোছনার পথে হেঁটে চলে যাও
নূপুর বাজিয়ে পায় ।
শিঞ্জন রবে মাতাল রাতি
হৃদয়ে মোর নিভিয়ে বাতি,
চলে যাও তুমি হায় !
নীলিমা, তুমি ছেড়োনা এভাবে আমারে তবে
কোন পথে খেয়া বাই ?


নীলিমা, তুমি নিদ্রার ক্ষণে আমার এ মনে
হাজার স্বপন মালা ।
হাসাও কাঁদাও দুঃখ্ সুখে
অঝোর ধারা আমার চোখে,
আঁধার নিয়ে যে খেলা !
নীলিমা, তুমি হৃদয় থেকে পাতায় ঝরা যে
নিথর অক্ষর মালা ।


নীলিমা, তুমি শ্রাবন দেখেছ নীলের চোখে
তবুও আসোনি কাছে !
শুনি না আর তোমার সুরে
ভালোবাসা গো আমার তরে,
দুখ্ দাও কেন মিছে ?
নীলিমা, তুমি আকাশ ভেঙেছ নিঠুর হয়ে
আসোনি গো তুমি কাছে ।


রচনা : ২৮/০৬/২০১৩
মধ্যরাত্রি : ১২:৪৬