পীবর বনে তোমার সনে
লুকোচুরি খেলা,
রাত দুপুরে হৃদয় ঘরে
হাজার স্বপন ভেলা ।


বৃষ্টি বাদল, মেঘলা আঁচল
ঢাকো আমার বুকে,
স্নিগ্ধ ছায়া, শান্ত মায়া
স্বপন দেখাও সুখে ।


চাঁদের আলো মূর্ছা গেলো
ঢাকলো কালো রাতে,
নিঝুম্ এ রাত, আমার দু হাত
তোমার দুটি হাতে ।


মেঘবালিকা, বড্ড একা
সিক্ত করো মোরে,
তোমায় ধরে পাতার পরে
কাব্য যদি ঝরে !


অতীত তুমি, তোমায় চুমি
কান্না হাসির জলে,
নিঝুম্ বেলা তোমার ভেলা
হৃদয় নদের কোলে ।


থাকবে বেঁচে সৃষ্টি সেচে
থাকবো নাকো আমি,
দুর নীলিমায় নীলের ছায়ায়
তুমিই হবে দামী ।


রচনা : ২৯/০৬/২০১৩