বরষার মেঘ, অশেষ আবেগ
অঝোর ধারা পানি,
ঘরের কোণে মেঘলা মনে
নিরব প্রহর গনি ।


ভাবনাগুলো এই তো এলো
এই তো গেলো দূরে,
মেঘলা রাতে কার সাথেতে
গাইব রে এক সুরে !


গরিবের ঘর, ভিতর চতর
বয় যে বর্ষা পানি,
এই ঘরেতে বর্ষা রাতে
কেমনে স্বপ্ন বুনি !


শুকিয়ে যায় হৃদয়ে হায়
সৃষ্টি নদের ধারা,
বর্ষা ভেজা নেত্রে খোঁজা
অঝোর সৃষ্টি ঝরা ।


অন্ধকারে একলা ঘরে
রাত্রি জাগা পাখি,
রাত্রি শেষে মাতাল বেশে
স্বপ্নে জড়ায় আঁখি ।


প্রভাত হলে তন্দ্রা মেলে
উড়ান দেবার পাখা,
এই প্রভাতে কলম হাতে
সৃষ্টি নদের দেখা ।


রচনা : ৩০/০৬/২০১৩