রাইতরে ফন করে হাসু
-বুজলি অরে ময়না,
তরে ছাড়া আর যে হামার
রাইতরে ঘুম হয়না ।

ময়না বলে-বেশ ভাল ত !
ঝাট্টা নিয়ে যাব,
পিন্ডি হাড়ে হলুদ দিয়ে  
চিব্বায় চিবায় খাব ।

হাসু বলে-সনা মনা
অমন কতা কয় না,
কত্ত তরে ভালবাসি
মনে কী তর সয় না !

ময়না বলে-সইবেক না ত
কতার কী যে ছিরি !
বাড়াবারি করবি যদি
পইরবে রে টিটকিরি ।

হাসু বলে-ভয় কী তর
আইনব রে তুইলে ,
রাইখব রে বুক্কে চিপে
সবি কিছু ভুইলে ।

ময়না বলে-ও মা গ মা
চিপ্পে রাখবি ধইরে !
যাব না গ তর ঘরেতে
যাব্ব হামি মইরে ।

হাসু বলে-ধরা ধরি
হুট্টাই ভালবাসা,
ছেইলা পুইলা হবেক কত
কত্ত মনে আশা ।

ময়না বলে-দূর ছড়া তর
এঁইড়া এঁইড়া কতা !
হাসু বলে-বলিস অমন,
বুক্কে লাগে বেতা ।

রচনা : ০১/০৭/২০১৩