প্রায় উনিশ বছর আগে
সজীব আঁধার আলাপনে,
দুচোখ বুজে বলতাম জেগে
চুপে ধারকের কানে কানে ।


শুনত না যে সেই কথা কেউ
আমার মাতৃ ধারক ছাড়া,
বৃষ্টি দিয়েছে রৌদ্র দিয়েছে
কভুও দেয়নি আমারে খরা ।


কষ্টেতে আলো দেখিয়েছিল
প্রায় একটি বছর পরে,
চৈত্রে তখন চৈতালি সব
হাসে সারাটি উঠোন জুড়ে ।


আলোর বুকেতে পৌঁছে দিল
প্রায় উনিশ বছর আগে,
কোমল আমি অবুঝ আমি
সেই যে ছোট্ট আতুড় বাগে ।


স্নেহের আঁচলে বাঁধল মোরে
মোর মুখে দিল তার স্তন,
নিরব নিথর শান্ত আমি
ভাসে সুখ জলে তার মন ।


স্নেহ সুরে ডাকত যে চাঁদ
-সোনারে তুই টিক্কা দিয়ে যা,
জানিস তোরা, সে তো আমার
আলোয় দেখা জন্মদাত্রী মা !  


রচনা : ০৪/০৭/২০১৩