(গতকাল এই কবিতাটি অক্ষরবৃত্তে লিখে পোষ্ট করেছিলাম । আজ স্বরবৃত্তে লিখলাম ছড়া আকারে খুব ইচ্ছা হচ্ছিল তাই)


প্রায় উনিশটা বছর আগে
আঁধার আলাপনে,
দুচোখ বুজে বলতাম জেগে
ধারক কানে কানে ।


শুনত না কেউ সেই কথাটি
মাতৃধারক ছাড়া,
বৃষ্টি কত রৌদ্র কত
দেয়নি মোরে খরা !


কষ্টে আলোয় এনেছিল
একটা বছর পরে,
চৈত্রে তখন চৈতালি সব
হাসছে উঠোন জুড়ে ।


আলোর বুকে পৌঁছে দিল
উনিশ বছর আগে,
কোমল আমি অবুঝ আমি
ছোট্ট আতুড় বাগে ।


মায়ার আঁচল বেঁধে রে সেই
প্রথম দুগ্ধ পান,
ছেলের প্রথম স্পর্শ ছোটে
জাগায়ে নূতন প্রাণ ।


ডাকত যে চাঁদ সোনারে তুই
টিক্কা দিয়ে রে যা,
সে যে প্রথম আলোয় দেখা
জন্মদায়িনী মা ।


রচনা : ০৫/০৭/২০১৩