[নারী তুমি-বলছি আছি
সাজিয়েছি চক্ষু বুজি,
থাকলে যে ভুল ক্ষমা করো
বেহায়া মোর ভাবন সাজি ।]


নারী তুমি রূপের আধার
তোমায় নিয়ে সস্তা বাজার,
তোমায় নিয়ে ঝুট ঝামেলা
-বলো তুমি হবে যে কার !


নানাদিকে প্রবাহিনী
নারী তুমি-তা তো জানি,
কখনো বা নিজ মনে
নারী তুমি অভিমানী ।


নারী তুমি অহংকারী
কখনো বা দুখের বারি,
দ্বিধা ছাড়াই স্বপ্ন আশা
কখনো বা দাও যে আড়ি ।


নারী তুমি কবিতাতে
ছন্দ সুরে তালের সাথে,
সাহিত্যে তো তুমিই আছো
তুমিই ভাবন আসতে যেতে ।


নারী তুমি সৃষ্টি আধার
সৃষ্টি তরে সুখ অভিসার,
জানি না কী পেয়েছ কেউ
তোমার মতো কষ্ট যে আর !


নারী তুমি দুঃখহরা
কখনো বা বর্ণচোরা,
কখনো বা আঁধার বুকে
ছুটিয়ে দাও সুখের ঘোড়া !


নারী তুমি-মা যে মানি
দাও যে স্নেহের আঁচলখানি
একটু আমায় আদর করো
ঘুচিয়ে দাও দুঃখ্-গ্লানি ।


রচনা : ০৬/০৭/২০১৩