দুরের আকাশ বুকে ওই নীলে নীলে
কী বা আমি অন্বিষেছি সারাটি দুপুর !
সোনা ঝরা রোদ মাখে দুর শঙ্খচিলে,
তালে তালে বাজে কার পায়ের নূপুর !
রোদ ছায়া খেলা করে আঙিনা যে ভরে
ক্ষণে ক্ষণে ঝরে পড়ে শুষ্ক পাতাগুলো ।
কেউ যেন ডেকে যায় চেনা নাম ধরে,
দুর মেঠো পথ বেয়ে এই বুঝি এলো ।


এসে গেছে প্রিয়তমা মন খেলাঘরে
ভাবনার রঙ তুলি হৃদয় পাতাতে ।
স্মৃতিগুলো ফেলে যায় মন বালুচরে,
প্রতিলিপি হয় সব কবিতা খাতাতে ।
সেই ডাকে প্রতিক্ষণ, নূপুরের তাল
সারাটি দুপুর ভরি ভাবনার জাল ।


রচনা : ০৭/০৭/২০১৩