দরজাটা খোলা থাক, অনেক আঁধার
আঁধারের পথে হেঁটে মেয়েটি যে আসে ।
ঘরে আমি একা বসে খোলা আছে দ্বার
পায় পায় আসে সে যে রঙীন আবাসে ।
এইতো সে এসে গেছে, গন্ধ তার চেনা
বুকে টেনে নেব তার বিবস্ত্র শরীর,
কামনা জলধি মাঝে জোয়ারের ফেনা !
তার লাগি রাত্রিভর প্রতীক্ষা অধীর ।


দুজনা নীরব ঘরে, অশান্ত যে মন
সহবাস হয় রাতে আলো ছায়া ঘরে ।
জন্ম দেয় রাত্রি শেষে নিথর জীবন,
পরক্ষণে মেয়েটি যে চলে যায় দূরে !
দরজাটা খোলা মনে, স্বপনের মেলা
বয়ে যায় ধীরে ধীরে কাব্য তরী-ভেলা ।


রচনা : ০৮/০৭/২০১৩