প্রজ্জ্বল প্রভাতে পাখী, প্রসারিত পাখা,
প্রিয়তমা প্রস্থানিছে-পর প্রতিবেশী !
প্রস্ফুটিত পরিমল, পল্লব প্রশাখা,
পরাজিত প্রাণখানি পাতাল প্রবাসী ।
পানি পরে পাটাতন প্রতীপে পাতিয়া,
পদ্যময় পরিনাম-পূর্ণ পরাজয় !
পরিখা প্রবহমান, প্রতিবিম্ব প্রিয়া,
প্রতিকূলে পূর্ণ প্রাণ পুরো প্রশ্নময় ।


পশ্চাদে পিছিয়ে প্রিয়া পথে পদার্পণ,
প্রাসাদ পাতাল পরে পার্থিব প্রতীপ !
পশ্চিমেতে পারাপার-পর প্রিয়জন,
প্রজ্জ্বলিবে পরজন্মে প্রিয়ার প্রদীপ ।
প্রিয়াহীন প্রাণখানি প্রায় পরিমিত
প্রভাতে পহেলা প্রেম, প্রিয়া পরিচিত ।


রচনা : ০৮/০৭/২০১৩