ভাল্লাগেনা গভীর রাতে
কান্না হাসি ঘুমে,
তাই তো আমি রাতদুপুরে
জাগি যে নিঝঝুমে ।


ভালো লাগে চাঁদের সাথে
লুকোচুরি খেলা,
দুর আকাশে আমার মতো
সেও যে একেলা ।


তারার সাথে গল্প করা
আঙিনাতে বসে,
দুঃখ সুখে মনের কথা
বলি কেঁদে হেসে ।


দুখের স্মৃতি বন্ধু হয়ে
হাত রাখে যে কাঁধে,
ধরার শ্রেষ্ঠ দুখী করে
দুখের ডোরে বাঁধে ।


প্রিয়া এসে জাপটে ধরে
চুম্বন আঁকে ঠোঁটে,
হৃদয় মাঝে সুখের ভেলা
পাগল হয়ে ছোটে ।


হাজার তারা সাজিয়ে যে
প্রিয়ার ছবি আঁকি,
রাত্রি শেষে সবই যে হয়
দুর আকাশের পাখি ।


রচনা : ১৪/০২/২০১১