নদীতে নাইছে নীল নভঃতে নয়ন,
নগ্ন নভেঃ নীলকান্ত নীলাভ নধর ।
নিনাদে নিগূঢ়ে নষ্ট নিয়তি নাচন,
নীর ন্যয় নির্ঝরিছে, নিরীহ নশ্বর ।
নাকের নোলক নাই, নিনাদ নূপুর !
নিশিতে নক্ষত্র নব, নিরাপদে নীলা,
নিদ্রিত নিশিতে নত নিয়তি নিষ্ঠুর !
নিরানন্দে নত নীল নির্গুন নিষ্ফলা ।


নদীতটে নষ্ট নাও, নীল নষ্ট নীড়ে,
নয়নজলী নালীতে নেশাতে নিদ্রিত !
নিগূঢ়ে নিঃসঙ্গ নিত্য নিশির নিবিড়ে,
নীলাহীন নীল নব নিশি নিবিড়িত !
নির্মম নিয়তি নৃত্য নীলার নিদানে
নিরুপায় নির্বানেতে নগ্ন নির্বাসনে ।


(চতুর্দশপদী কবিতা)


রচনা : ১১/০৭/২০১৩
মধ্যরাত্রি : ০১:৪৫