ওগো নীল ধ্রুবতারা, তুমি আদিম তুমি প্রাচীন,
জানি তুমি ধরা সৃষ্টি মুহূর্তেও বাজিয়েছ বীণ ।
ধ্রুব তুমিই দেখেছ সৃষ্টি,
ধ্রুব তোমার আদিম দৃষ্টি_
আছে যে  নীরব সাক্ষী প্রতিরাত আর প্রতিদিন ।
সাহিত্য থাকত অপূর্ণ আর উত্তরদিক তোমাহীন ।


ওগো নীল ধ্রুবতারা, কবির তুমি শত ভাবনা,
জানি তুমি ধ্রুব - হারানো আমার জীবন নীলিমা ।
ধ্রুব তুমি দুঃখ অভিমান,
ধ্রুব তুমিই  নীরব গান,
তুমিই ধ্রুব প্রেমিক মনের স্বপনেতে কামনা,
প্রেমিকা মনেও ধ্রুব তুমিই যে চাওয়ার যন্ত্রণা !


ওগো নীল ধ্রুবতারা, ভুলে দিও ওগো তুমি ক্ষমা,
অভিরাম ধ্রুব তুমি, তুমি যে আমার প্রিয়তমা ।
ধ্রুব তুমিই মাতাল মন,
তুমিগো কাব্যিক এ জীবন,
তুমিই ধ্রুব হৃদয়ে যত অশেষ বেদনা জমা,
ওগো নীল ধ্রুবতারা, তুমি যে আমার প্রিয়তমা ।


রচনা : ১২/০৭/২০১৩