নির্জন বাগানে বসি ইতিকার বেলা,
পশ্চিমেতে ঢলে যায় নেশাখোর রবি ।
ধূলিমাখা আকাশেতে নীলিমার ছবি
তন্দ্রিত হয়েছে সবে, করেনি তো খেলা ।
আলতো আঁধারে ভাসে সাঁজালের ভেলা,
মন বলে-এতো পথ কার সাথে যাবি ?
বুকেতে জড়িয়ে নিস, অন্ধকার পাবি,
দিবা লোভে করিস না তারে অবহেলা ।


কোথা যাব সুখ তরে, নিয়তি বাঁধন !
হেলায় হারাল প্রিয়া, করুণ কাঁদন ।
ছন্দহীন প্রাণখানি সৃজনের তালে
প্রতিক্ষণে ডাক দেয়-কোথা তুমি প্রিয়া ?
আলোর নির্ঝর সবে, অন্ধকার জালে !
নীলিমা জাগেনি তাই রোদিছে এ হিয়া ।


**(ফরাসী সনেট)**


রচনা : ১৪/০৭/২০১৩