বেদনার বাঁশী বাজে বিকেল বেলায়
বহতা বীজনে বার্তা বীরবেগে বয়...
বরষার বৃষ্টি বুকে, বিনাশী বন্যায়-
বিলোপিত বেলাভূমি-বিবস্ত্র বিনয় !
বেহায়া বাসনাগুলো বিত্রস্ত বিস্তর,
বীরপ্রসূ বীণাখানি- বিবর্ণ বদন ;
বাইরের বারান্দায় বসন্ত বাসর
বেদনা বিহঙ্গরূপী, বক্ষে বিচরন ।

বিকেলের বলাকারা বর্ণচোরাকাশে
বিভূতি বাউলা বাঁশী বাজে বহুদূরে ;
ব্যথাভরা বসন্তের বর্ণহীন বাসে-
বিহায়সে বিহঙ্গম বিনয়ে বিহারে ।
বেদনার বীজ বপে বেসুর বাঁশরী
বর্বর বাস্তব বিধি বক্ষের বিদারী !

রচনা : ১৬/০৭/২০১৩  

কিছু কথা :-
(আগে আমি তিনটি সনেট দিয়েছি
'স' 'প' এবং 'ন' দিয়ে ।
আজ দিলাম 'ব' দিয়ে ।
হয়ে গেল - স ব প ন = স্বপ্ন )