উপবনে একলা আমি
কেউ তো আসে না রে !
আয় নীলিমা চুরি করে
আমায় নিয়ে যা রে ।


অনেকটা পথ পাড়ি দেব
একাই হেঁটে যাব ?
নীল দরিয়ার মাঠ পেরোবো
সঙ্গে তোকে পাব ?


দিনের শেষে নিভলে আলো
আসবে আঁধার তেড়ে,
কেমনে তুই একা তখন
থাকবি আমায় ছেড়ে ?


আয় নীলিমা আয় রে বুকে
একসাথে পথ চলি,
কেমন করে আমায় ছেড়ে
রাতের তারা হলি ?


জানি রে তুই আসবি না কো,
তুই যে পথের শেষে-
স্বর্গদ্বারে প্রতিক্ষিত
অপ্সরার ওই বেশে !


আমার পথের প্রান্তসীমায়
প্রেমের স্মৃতি রেখে,
তোর দেশেতে পৌঁছে যাব
মৃত্যু-আঁধার মেখে !


মৃত্যু দেশে থাকবে বেঁচে
ভালোবাসাবাসি,
সাদা মেঘের ভেলা হয়ে
ভাসব পাশাপাশি ।


নীল-নীলিমার মিলন হবে
নশ্বর ক্ষিতি ছাড়ি,
এই ধরাতে কেউ কারো নয়
দিতেই হবে আড়ি ।


রচনা : ১৭/০৭/২০১৩