নদীতটে পড়ে আছে আমার ভাঙা নাও,
ব্যর্থ আমি পারাপারে এসে দেখে যাও ।
শীর্ণ আমি নগ্ন আমি
ওগো পরান প্রিয়া তুমি
কোন সুখেতে কোন পথেতে জীবন খেয়া বাও ?
নদীতটে কাঁদছে আমার ভাঙাচোরা নাও ।


ক্ষিপ্ত জোয়ার আছড়ে পড়ে ভাঙা নাও এর বুকে,
নীরব হয়ে কষ্ট যে সয় অন্ধ চেনা দুখে ।
ভাগ্য মোদের খন্ডাবে কে !
কষ্টগুলো এই বুকেতে,
কেমন করে ভাঙলে গো নাও যাচ্ছ চলে সুখে !
ক্ষিপ্ত জোয়ার আছড়ে পড়ে ভাঙা নাও এর বুকে ।


ওই যে দূরে যাচ্ছ ভেসে দিচ্ছ সুখের পাড়ি,
দিগন্তের এই ঘাট পেরিয়ে যাচ্ছ ফিরে বাড়ি ।
যাও নিয়ে যাও আমায় প্রিয়া
একলা আমার কাঁদছে হিয়া,
কীসের নেশায় ফিরে গেলে আমায় দিয়ে আড়ি ?
তোমার খোঁজে ভাঙা নাও এই দেবে আমার পাড়ি ।


চলো প্রিয়া এগিয়ে থাকো যাচ্ছি আমি পিছে,
দেখা হবে শেষ ঠিকানায়, দুঃখ কেন মিছে !
কষ্টে আমি হবই যে পার,
সান্ত্বনা দিই মনকে আমার
ওই তো প্রিয়া শেষ দ্বারেতে দাঁড়িয়ে যে আছে,
আঁধার বুকে ধরব তোমায় রইবে আলো পিছে ।


রচনা : ১৯/০৭/২০১৩