বর্ষা এল, চল মাঠে চল
মাঠের জমি চষি,
মাটির সাথে আলিঙ্গনে
ভালোবাসাবাসি ।


জল থই থই বাংলার বুকে
প্রেমের সিক্ত টানে
যাই ছুটে যাই দলে দলে
অঝোর ধারার তানে ।


ওরে চাষী! লাঙলটা তোল
কাঁদছে মাঠের জমি,
স্বর্গ চেয়েও দামী মোদের
মাতৃসম ভূমি ।


আমিও আজ মত্ত সুখে
পবিত্র এই কাজে,
বাংলা মায়ের বুকের কাছে
খাঁটি ছেলের সাজে ।


গর্ব করি - লাঙল ধরা
তোমার ভাগ্যে নাই !
সিক্ত মাটির আলিঙ্গনে
অনন্ত সুখ পাই ।


জনম জনম হয় গো যেন
জন্ম চাষীর ঘরে,
রাখতে পারি উঠোন যেন
স্বর্ণ ফসল ভরে ।


ওরে আকবর! লাঙলটা ধর
হাত রেখে আয় হাতে,
ধর্ম বিভেদ ভুলে যাই সব
কাজ করি একসাথে ।


বর্ষা নামে ঝির ঝিরিয়ে
বাংলা মায়ের বুকে,
আমিও আজ চাষীর দলে
বাইছি লাঙল সুখে ।


রচনা : ২০/০৭/২০১৩