অচিনপুরের কন্যা হলে
মাখলে আঁধার গায়ে,
নীরব হয়ে ফিরে গেলে
শান্ত নূপুর পায়ে ।


চলে গেলে সেদিন তুমি
কীসের অভিমানে ?
স্বপ্নে এসে বললে-বিদায়
আমার কানে কানে ।


শেষ যে তোমায় দেখেছিলাম
নাইতে যাবার কালে,
আজকে তুমি স্বপ্ন বিহগ
আমার মনের ডালে ।


না বলা সব কথাগুলো
মনের নীলাকাশে
মেঘলা মেঘের টুকরো হয়ে
চতুর্দিকে ভাসে ।


গেছ চলে অনেকদূরে  
তবু যে এই মনে,  
স্মৃতি নিয়ে যন্ত্রণা যে
দাও গো প্রতিক্ষণে !


দুর নীলিমায় তোমার ছায়া
সাদা মেঘের ভেলা,
সঙ্গে কেন নিলে না গো
ফিরে যাবার বেলা ?


যেতাম চলে তোমার সনে
দুরের অচিনপুরে,
পার হলে যে একলা তুমি
চিতার ভেলা চড়ে ।


অচিনপুরের কন্যা হলে
আঁধার গায়ে মাখো,
আমায় ছেড়ে কেমন করে
দুরের দেশে থাকো ?


রচনা : ২১/০৭/২০১৩