বৃষ্টি মাখা রাত পেরোলো
স্বপ্নে ছিলে তুমি,
হেঁটেছিলে আমার সাথে
বৃষ্টি ভেজা ভূমি ।


হয়েছিলাম মুক্ত বিহগ
নীল সীমানার পরে,
অনন্ত সুখ ভরেছিলে
ছোট্ট খেলাঘরে ।


সেই ঘরেতে সুখের বাসর -
উত্তেজনা বুকে,
এঁকেছিলাম একটা চুমু
সুশ্রী তোমার মুখে ।


কষ্ট ছিল বুকের খাঁচায়
কাঁদেনি মোর হিয়া,
যতন করে ঢেকেছিলে
তোমার আঁচল দিয়া ।


আমার চোখের অশ্রু ছিল
তোমার দুটি চোখে,
কাঁদতে তুমি সারাটি রাত
আমার দুঃখ-শোকে ।


আজকে যে কেউ হয় না দুখী
আমার মনের দুখে,
দেয় না মুছে অশ্রু যে আজ
আমার দুটি চোখে ।


সেই যে তুমি কোথায় গেলে
স্বপ্ন ভাঙার পরে !
অশ্রু নিয়ে পড়ে আছি
রিক্ত খেলাঘরে ।


শত জনম প্রতীক্ষা যে
করবো একা একা,
এক জনমে পাবই আমি
প্রিয়া তোমার দেখা ।


রচনা : ২২/০৭/২০১৩