চাঁদের আলো বর্ষারাতে,
সিক্ত পরিবেশে,
পুব আকাশে চাঁদ উঠেছে
আলতো হেসে হেসে ।


চাঁদের আলো লাঙল দেওয়া
জমির কাদা জলে,
রুপোলি বান যাচ্ছে বয়ে
ছোট্ট গ্রামের কোলে ।


চাঁদের আলো তাল-পলাশে,
সবুজ ঘাসে ঘাসে,
রাত্রি জাগা পাখির ডানায়,
ছোট্ট কুটির বাসে ।


চাঁদের আলো উঠোন জুড়ে,
জীর্ণ খড়ের চালে,
ঘুমন্ত এক শিশুর মুখে,
পথের জমা জলে ।


চাঁদের আলো পুকুড় পাড়ে,
দুরের শ্মশান ঘাটে,
গ্রামের পাশে বৃষ্টি ভেজা
তালপলাশের মাঠে ।


চাঁদের আলো গ্রাম্য বধূর
আঁচল ভরে থাকে,
ঝিঁ ঝিঁ করা ঝোপে ঝাড়ে
শেষ পথেরই বাঁকে ।


চাঁদের আলো বাঁশের বাগে,
ছোট্ট পাখির নীড়ে,
আমার বুকের ছোট্ট খাঁচায়
কাব্য-কথার সুরে ।


চাঁদের আলো বর্ষারাতে
মেঘহীন দুরাকাশে ,
রাত্রি শেষে হারিয়ে গেল
ম্লান দুখীনির বেশে ।  


রচনা : ২৩/০৭/২০১৩