স্বপ্ন বন্ধু তুই হৃদয়ে
আমার খেলাঘরে,
আমার যত বৃষ্টি রৌদ্র
শুধু তোকেই ঘিরে ।


থাকিস আমার মনাকাশে
একফালি চাঁদ হয়ে,
রাতের বুকে ছুট্টে চলি
তোর জোছনা বেয়ে ।


তুই যে আমার হৃদয় পরে
সাতফলনা জমি,
তোরে ছাড়া সৃজনেতে
ব্যর্থ যে হই আমি ।


তুই যে আমার সুখের বীণা
কষ্ট-দুখের দিনে,
সুখের দিনেও কখনও তুই
দুঃখ ফলাস বীণে ।


তুই যে আমার প্রসূন বাগে
রঙীন প্রজাপতি,
পরাগ নিয়ে যাস রে উড়ে
কাব্য সৃজনবতী ।


তুই যে আমার মেঘলা আকাশ
হাজার বৃষ্টি কণা,
সৃষ্টি হয়ে পড়িস ঝরে
যায় না তোরে গোনা ।


তুই যে আমার বুকের খাঁচায়
বহতা এক নদী,
দু চোখ বেয়ে অশ্রু ঝরে
প্লাবন আসে যদি ।


স্বপ্ন বন্ধু তুই হৃদয়ে
গভীর নীলিমাতে,
তুই যে জনম-মরণ সাথী
আমার জীবন পথে ।


রচনা : ২৪/০৭/২০১৩