তোরে খুঁজে ফিরি আমি কতদিন ধরে,
লুকিয়ে আছিস তুই কার খেলাঘরে ?
বল না আমারে প্রিয়া
কাঁদাস না এই হিয়া,
হিয়া মাঝে তোরে নিয়ে স্বপ্ন শুধু ঝরে,
দুঃখগুলো গড়ে দিলি এ হৃদয় ভরে !


বিহগ রে প্রিয়া তুই কদমের শাখে,
উড়ে এসে প্রেম মোর দিবি হিয়াটাকে ।
দিলি না রে প্রেম তবু,
চাইব না আর কভু
চলে গেলি বহুদূরে ওই আকেবাঁকে !
অন্ধকারে ঢেকে দিলি নষ্ট হিয়াটাকে ।


তোরে আমি খুঁজে ফিরি কতদিন ধরে,
থাকিস না প্রিয়া আর সরে বহুদূরে ।
এত বৃষ্টি-দুঃখ মনে
প্রেমবীনা প্রতিক্ষণে
প্রিয়া প্রিয়া করে মন, ফিরে আয় ঘরে ।
কেমনে সইব তোরে নিয়ে যাবে পরে !


হেঁটে যাই বহুপথ দূরে মাঠ ছাড়ি,
খুঁজে নেব প্রিয়া তোর কোথা আছে বাড়ি !
যাবি তুই কতদূরে ?
ফেরাব প্রেমের সুরে,
না ফিরিলে এ ভুবন দেব আমি আড়ি !
বিদায়ে জড়াব দেহে প্রিয়া তোর শাড়ি ।


রচনা : ২৫/০৭/২০১৩