যাচ্ছে সে নাও স্রোত প্রতিকূলে
ও মাঝি রে বৈঠা ধর !
দিগন্ত পারে মিশে যাবে যে
হয়ে যাবে সে যে পর ।


যাব কার সনে - ফিরে আয়,
নিয়ে যা আমারে তুই,
তোর পাশাপাশি হেঁটে যাব
মন করে ছুঁই ছুঁই !


ফিরে দেখ তুই - নষ্ট আমি
একা আছি মোহনায় !
কত দিবারাত কেটে গেছে
শুধু তোর প্রতিক্ষায় ।


কখনো বৃষ্টি, কখনো রৌদ্র,
কখনো বরফ ছায়া !
জীবনটা বলে - শূন্যে যাব,
তবুও কাটেনি মায়া ।


অন্তর গান, কান্না-বেদনা
শুধুই যে তোর লাগি,
তোকে ফেরাব বলেই আমি
বিধাতার দোয়া মাগি ।


চলছে সে নাও দিগন্ত পারে
ও মাঝি রে বৈঠা ধর !
চক্ষু আড়ালে হারিয়ে যাবে
হয়ে যাবে চিরপর ।


রচনা : ২৮/০৭/২০১৩