বর্ষারানী ঝরঝরানী
অঝোর ধারায় ঝরো,
প্রিয়ার মনে বৃষ্টি তানে
একটা বার্তা করো ।


প্রিয়ার লাগি একলা জাগি
স্মৃতির বৈঠা ধরি,
বুকের ভিতর হৃদয় চতর
প্রিয়ার সুরে ভরি ।


রাত্রিবেলা করছে খেলা
স্বপ্ন প্রতিক্ষণে,
পথ হারাব একলা যাব
ব্যাঙের কলতানে !


মেঘলাকাশে ভালোবেসে
তোমার ছবি আঁকি,
স্মৃতির ভিড়ে যায় হারিয়ে
নষ্ট সুখের পাখি ।


কাঁদেরে মন-আছো কেমন
বর্ষারাতে একা ?
আঁখির পরে স্বপন ভরে
পাও কী আমার দেখা ?


হয়তো আমার শেষ পারাপার
তোমার প্রতীক্ষাতে !
বৃষ্টি হয়ে তোমায় ছুঁয়ে
থাকব বর্ষারাতে ।


রচনা : ২৯/০৭/২০১৩