বক্ষ্যমান যে কত কথা
মনে জমে থাকে,
বেনারসী পরে প্রিয়া
পর ছবি আঁকে ।


নদীঘাটে পৌঁছে গিয়ে
দিলি রে তুই পাড়ি,
পাশেই আমি পড়ে ছিলাম
-ভাঙাচোরা তরী !


বেলাভূমি রিক্ত হয়ে
পড়ে থাকে মনে,
আঁধার এসে আঘাতিছে
মন প্রতিক্ষণে ।


হৃদয়েরও বিহায়সে
আজও পাখি ওড়ে,
বাস্তবেতে সরে গেছে
দূরে বহুদূরে ।


জীবনেরই ব্যাকরণে
বদল ছুটে আসে,
বেসুর ভুলে ছন্দ তালে
আমায় ভালোবাসে ।


কত বৃষ্টি ঝরে গেছে
পূর্ণ হত নদী !
সুখের নদী বয়েই যেত
থাকত প্রিয়া যদি ।


শূন্য ঘাটে পড়ে আছে
ভগ্ন তরীখানি !
কত তোরে খুঁজেছি যে
ভেঙে স্রোত-পানি ।


ক্লান্ত আমি শ্রান্ত আমি
সুখেতে থাক প্রিয়া,
কাব্য ভাবন হয়ে যে থাক
জুড়ে ব্যর্থ হিয়া ।


রচনা : ২৯/০৭/২০১৩