আকাশ ঘিরে মেঘের ভেলা
সূর্যি তো নাই বাড়ছে বেলা,
মাঠের পরে চাষের মেলা
বদ্ধ ঘরে করছি খেলা ।


সে খেলা তো কাব্য নিয়ে
বাঁধছি কত স্বপ্ন দিয়ে,
ব্যর্থ প্রেমে কাঁদছে হিয়ে -
নীলিমা গো আমার প্রিয়ে !


আজকে তোকে পেতাম যদি
বৃষ্টি দিনে হতাম নদী,
বয়েই যেতাম দূর অবধি
জাগত যে সুর - সপ্তপদী ।


বাস্তবে তুই অনেক দূরে
স্বপ্নে আমার হৃদয় জুড়ে,
কাব্যগাথা তোকেই ঘিরে
উঠছে গড়ে ছন্দে সুরে ।


তোর দুটি হাত আমার হাতে
হাঁটছি যে পথ একই সাথে,
সুর যে উঠে গভীর রাতে
চোখেতে জল তোর আঘাতে !


আয় না ফিরে এই জীবনে
ভরিয়ে দে ছন্দে গানে,
স্বপ্ন কত জাগবে মনে
থাকিস না আর অভিমানে ।


তোরই স্মৃতি নীল আকাশে
মেঘলা হয়ে যায় যে ভেসে,
বৃষ্টি নামে ধূলায় ঘাসে
নিথর হয়ে মুচকি হাসে ।


আকাশ ঘিরে মেঘের ভেলা
তোকে নিয়েই করছি খেলা,
ফুটছে কত বর্ণমালা
করিস না আর অবহেলা !


রচনা : ৩১/০৭/২০১৩


http://on.fb.me/16xVLgo