সন্ধ্যার প্রদীপ জ্বলে তুলসীর কোলে,
দীপ্ত শিখাখানি নাচে তেলে সিক্ত হয়ে ।
কিছু অন্ধকার রয় প্রদীপের তলে,
বাকি চারিদিকে সব আলো যায় বয়ে ।
কত বর্ণে কত রঙে শিখার নাচনে -
ধীরে ধীরে গিলে খায় সব তেলখানি ।
অন্তিম স্তিমিত রূপ পায় পরক্ষণে,
নিভে যায়-অন্ধকার, বর্ষে অন্ত পানি ।


প্রদীপ জীবন বলে, তুলসী যে ক্ষিতি,
তৈল বলে বীর্যশক্তি, শিখাখানি প্রাণ,
অন্ধকার বলে যায়-দুঃখ ভয় ভীতি,
শেষ অন্ধকার সে তো মৃত্যু ঝরা গান !
সন্ধ্যার প্রদীপ বলো এ জীবন যদি
বিন্দু মাত্র ভুল নাই শেষ শিখাবধি ।


রচনা : ০১/০৮/২০১৩