সন্ধ্যা থেকে ভাবছি বসে
কি নিয়ে যে লিখি,
লেখার মতো সিক্ত-সবুজ
স্বপনকে না দেখি !


কোথায় গেল আমায় ছেড়ে
আজকে হঠাৎ করে !
আর একটু রাত জেগেই থাকি
আসবে হয়তো পরে ।


রাত চলেছে ছন্দে তালে
বেছন্দে যে আমি,
কাব্য ঝরা ভাবনগুলো
ছোঁয় না মনের ভূমি ।


অবশেষে ব্যর্থতা যে
স্পর্শ করে গেল,
ব্যর্থতারই মাঝেতে মন
ছন্দ খুঁজে পেল !


অন্ধকারই দিল আলো
কান্না দিল হাসি,
ব্যর্থতারই বুকে বাজে
সফলতার বাঁশী ।


ক্লান্তি এসে জাপটে ধরে
রাত্রি শেষের পরে,
অত্যাচার যে করি বড়োই
নিজ দেহের পরে !


ভাঙ্গুক দেহ তবু আমার
একটি কাব্য চাই,
জীবন দিয়েও প্রতিরাতে
কাব্য খুঁজে যাই !


প্রান্তরেতে স্বর্ণ ফসল
ছন্দে তাদের হাসি,
আঁধার বুকে আলো চষা-
আমিই সে চাষী ।  


রচনা : ০২/০৮/২০১৩