(১)
আঁশটে আঁধারের নল বেয়ে
ছুটে আসা নগ্ন হয়ে ।
তারপর যেতে হয় শাদ্বল, বন্ধুরে.....
অবশেষে কিছু ঝরা পালক....
আবার মিলিয়ে যাওয়া নগ্ন হয়ে
আঁধারের নির্বাসনে !


(২)
চলে গেলি ! সবটুকু আলো নিয়ে !
কবে আসবি ?
এখন তো আকাশ মেঘলা !
এই তো বৃষ্টি শুরু হয়েছে,
তার সাথে আঁধারের আলিঙ্গন ।
ঘুড়িটার রশ্মি কেটে গেছে দুপুরবেলাতেই !


(৩)
করিচীমালী তন্দ্রিত হল ।
নশ্বর অবিনশ্বর সব কিছু
গিলে খেল আঁধার !
লন্ঠনের নিস্তেজ আলোকে আমি নিঃসঙ্গ ।
ছুটছে সৃজনের আলো
আঁধারের বুক চিরে..........


রচনা : ০২/০১/২০০৯