ঘনালো সন্ধ্যার জাল, গেল তব বেলা,
দিকে দিকে জ্বলে ওঠে প্রদীপের আলো ।
সন্ধ্যাকাশে কত তারা সব এলোমেলো,  গাঢ় হয়ে বয়ে চলে সাঁজালের ভেলা ।
হৃদয় নিভৃতে শত স্মৃতিদের মেলা,
কচি পায়ে কেউ যেন হেঁটে চলে গেলো !
গভীর রাতেতে তার সাথে দেখা হলো -
ভাবনের জলধিতে সেই ছেলেবেলা ।


ছোট্ট সেই 'আমি' এসে আমারে যে বলে -
নিবি না আমারে তুই তোর রিক্ত কোলে ?
সারারাত বসে থাকি 'আমি' আর আমি,
চোখের জলেতে কত কাব্যগাথা ঝরে ।
হৃদয় মাঝেতে 'আমি' আজ বড়ো দামী,
সহস্র স্বপন বুক যায় স্পর্শ করে ।


~(ফরাসী সনেট)~


http://on.fb.me/16xVLgo


রচনা : ০৩/০৮/২০১৩