হৃদয় নদে বান
অচেনা এক টান
বন্ধনেরই গান
মিলনের আহ্বান ।


রক্তে সে তো নয়
অদেখাই সে রয়,
লজ্জা ঘৃণা ভয়
নিগূঢ়েতে ক্ষয় ।


অদৃশ্য বন্ধন
স্পর্শে যে গগন,
শুদ্ধ দুটি মন
প্রেমেরই গাঁথন ।


ঘিরবে এসে দুখ
লুকোয় যাবে সুখ,
মোমবাতিতে ফুঁক
অন্ধকারের মুখ ।


নামলে যে আঁধার
ছিন্ন একাকার,
অবিচ্ছিন্ন তার
হৃদয়ের আধার ।


প্রলয়ঙ্কর ঝড়
ভাঙবে না তো ঘর,
নয় একটুকরো খড়
নীড় থেকে যে পর ।


সে বন্ধুত্ব নীল
সুখ-দুখ ভরা ঝিল,
অবিচ্ছিন্ন মিল
কাব্য শঙ্খচিল ।


প্রান্তর ঢাকা ঘাস
বসন্তের সুবাস,
বন্ধু যদি পাস
সঙ্গে নিয়ে যাস ।


রচনা : ০৪/০৮/২০১৩


http://on.fb.me/16xVLgo